আন্তর্জাতিক ডেস্কঃ
কেউই যে আইনের ঊর্ধ্বে নয়। অং সান সু চির কারাদণ্ডে তা-ই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের সামরিক জান্তার তথ্যমন্ত্রী মং মং ও’ন। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেছেন, সেনাপ্রধান মানবিক কারণেই সু চির সাজা ৪ বছর থেকে কমিয়ে ২ বছর করেছেন।
এদিকে ফেইসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের সামরিক শাসনে থাকা মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রথম রায় ৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে।
উসকানি ও কোভিড বিধি ভাঙ্গার দায়ে মিয়ানমারের একটি আদালত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী সু চিকে কারাদণ্ড দেওয়ার একদিন পর জান্তার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে মুখ খুললেন। মং মং ও’ন বলেন, মিয়ানমারের বিচারব্যবস্থা পক্ষপাতশূন্য এবং নোবেল জয়ী ও দেশের সাবেক নেতার বিচার আইন অনুযায়ীই হয়েছে।
কেউই আইনের ঊর্ধ্বে নয়, বলেছেন তিনি। গতকাল যে বিরল মিডিয়া ব্রিফিংয়ে মং মং ও’ন হাজির হয়েছিলেন সেখানে জান্তার বিনিয়োগ মন্ত্রীও উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে তারা মিয়ানমারের অবস্থা স্থিতিশীল বলেও দাবি করেন।