বাঁশখালী কালীপুর ইউনিয়নে অবস্থিত রামদাশ মুন্সির হাট থেকে গরু লুটের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রবিবার (৫ ডিসেম্বর) ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেছে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের গুনাগরী রামদাশ মুন্সির হাটে রাখা গোয়ালঘর থেকে ৪২টি গরু লুট করে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে গত ২৫ আগস্ট বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করা হয়।
বাঁশখালী থানা পুলিশকে তদন্ত করার দায়িত্ব দিলে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিনহাজ মাহহুদ ভুইয়া গত ৩ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন প্রদান করেন।
এ ঘটনায় অভিযুক্ত কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র আবু ছালেক (৫০), মৃত আলম মিয়ার পুত্র মো. শফিক (৪২), ছগির আহমদের পুত্র মোরশেদ আহমদকে(২৬) জেল হাজতে প্রেরণ করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।