আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারায় উপজেলার কালাবিবির দিঘী মোড় এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন আনোয়ারা থানা পুলিশ।
আজ শনিবার ( ৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার পিএবি সড়কের কালাবিবি দিঘীর মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বেলপাড়া এলাকার আবদুল মাজিদ (২৫) ও মোঃ সাইফুল ( ২৪)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম কালাবিবি দিঘী এলাকায় টেকনাক থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির অতিরিক্ত চাকার ভিতর থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় গাড়ির মালিক ও চালককে গ্রেফতার করা হয়।