এম জামাল উদ্দীন, আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলার কৃতি সন্তান,সাবেক এমপি,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বৈরাগ ইউপির সাবেক চেয়ারম্যান উকিল শাহাদত হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আজ (২৯ নভেম্বর) সোমবার রাত ৮টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন।তাহার মৃত্যুকালিন বয়স ৮৬ বৎসর, তিনি ১ ছেলে ১ মেয়ে ওয়ারিশ হিসেবে আছেন।
তাহার গ্রামের বাড়ি আনোয়ারা থানার বন্দর গ্রাম এ।
১ম জানাজা আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা বিকাল ২টায় কাফকো সেন্টার এলাকায় অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাহার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।