প্রেস বিজ্ঞপ্তিঃ
কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রয়াত শিক্ষকদের স্মরণসভা গতকাল মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা অহিদুল আলম নক্সবন্দীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা ইলিয়াছ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন, বুড়িশ্চর জিয়াউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন রফিক তালুকদার, মোতালেব, জসিম উদ্দিন, ওমর সেলিম, জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক অলি উল্লাহ, প্রভাষক মোছলেহ উদ্দীন সিরাজী, প্রভাষক আবু হানিফা সিদ্দিকি, সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন, মাওলানা আবু নাছের জিলানী, মাওলানা আরিফুর রহমান, মুখতার আহমদ নয়ন, মাওলানা ইমাম হোসাইন, ফারুক আজম, আবু সাঈদ, মিজান, জাহিদ হাসান, ফোরকান উদ্দিন, বোরহান উদ্দিন, আবুল হাসনাত, মহিউদ্দিন প্রমুখ।
সভায় মাদরাসার সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা নুরুল হোসাইন, শিক্ষক মাওলানা মাহফুজুল হক, ক্বারী হাছান, আবু তাহের, মাওলানা আবদুর রহিম এবং মাদরাসা সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।