কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী নৌকা প্রতীকে ১,৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে অপর প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) খাইসা অং মারমা টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ১,৪৫১ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা জানিয়ে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রসঙ্গত, চিৎমরম ইউনিয়নে গত ১১ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচনের আগে গত ১৬ অক্টোবর চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করেন।
পরে নির্বাচন কমিশন চিৎমরম ইউনিয়নের নির্বাচন পিছিয়ে ১১ নভেম্বরের পরিবর্তে ২৮ নভেম্বর পুনঃনির্ধারণ করে।