আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা সদরস্থ কার্যালয়ে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্ব বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। তরুন সাংবাদিক, আবেদিত সদস্য ও নির্বাচনের মাধ্যমে কমিটি ও ভোটার দায়িত্ব তৈরী সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। অচিরে নবীন সাংবাদিকদের সদস্য পদ প্রদান ও আনোয়ারার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের আনোয়ারা প্রেস ক্লাব সম্বর্ধিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এই সভায় সংগঠনের সভাপতি সরোজ আহমেদ সভাপতিত্ব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন, একুশের সংবাদের সহযোগি সম্পাদক এম এ সবুর,দ্যা নিউজ টু ডের আনোয়ারা প্রতিনিধি আবদুল মান্নান, চ্যানেল এস এর রুপন দত্ত, সাংবাদিক জসিম উদ্দিন, একুশে সংবাদ পত্রিকার ব্যুরো চীফ ফৌজুল আজাদ চৌধুরী,দি ক্রাইমের রাজ শর্মা, যায় যায় কালের মোঃ সেলিম,চ্যানেল এস এর রুপন দত্ত, একুশে সংবাদ এর আলবিন মোঃ মইনুদ্দিন চৌধুরী, ক্রাইম ওয়াচ রিপোর্ট এম এম আর মামুন,কর্মাশিয়াল টাইমসের কে এম আবদুল্লাহ জনি ও সৈয়দুল হক প্রমূখ।