চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আগ্রাবাদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পুরোনো ভবনের ৬ষ্ট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাতে পুরাতন চেম্বার ভবনে কাজ করার সময় হঠাৎ করে ভবনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
নন্দনকানন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক জামান সিকদার জানান, রাত সাড়ে ৮টায় আগ্রাবাদ চেম্বার অব কর্মাসের পুরাতন ভবনে আগুন লাগে।
খবর পেয়ে তৎক্ষণাৎ নন্দনকানন ফায়ার সার্ভিস থেকে ৫টা ও বন্দর ফায়ার সার্ভিস থেকে ২টা গাড়ি গিয়ে আগুন নিভানোর কাজ করে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।