চট্টগ্রামের সময় ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যে সেদেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেসে অভ্যর্থনা জানানো হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থেকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফ্রান্স প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও
একাত্তরের মুক্তিযুদ্ধের পরপরই যে দেশগুলো বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, ফ্রান্স তার মধ্যে অন্যতম। ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছিল। সেসময়ে ফরাসি দার্শনিক আন্দ্রে মালরোঁর কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। ইতিমধ্যে ফ্রান্স সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে সরকারি সফর ঘোষণা করেছে।
এমনকি ফ্রান্স সরকার তার দেশের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করবেন। শেখ হাসিনার এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ফ্রান্স দু’দেশের কূটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ইতিমধ্যে ফ্রান্সের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয় আশাবাদ ব্যক্ত করেছেন। মন্ত্রনালয় বলছে, “ফ্রান্সে আমরা আগে যখন গিয়েছিলাম, সেখানে অনেক আকর্ষণ দেখা গিয়েছিল। ফ্রান্সের কয়েকটা কোম্পানি, তারা দুনিয়ার সব জায়গায় বিনিয়োগ করে। এটা হবে অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
প্রধানমন্ত্রীর এ সফরকালীন সময় প্যারিসে ইউনেস্কো সদর দফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।