চট্টগ্রামঃ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর ভাইস চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা নাছেরুল হক চিশতী বলেছেন- পবিত্র কোরআন ইসলামের আলোকস্তম্ভ আর পবিত্র হাদীস হচ্ছে তাঁর বিচ্ছুরিত আলো।কুরআন হলো আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ ওহী, আর হাদিস তারই ব্যাখ্যা।
পবিত্র কুরআন যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি পেশ করে, হাদীস সেখানে এটির বিশ্লেষণ তথা সফল বাস্তবায়নের যুৎসই কর্মপন্থা নির্দেশ করে। হাদীস শরীফ শরীয়তের অপরিহার্য উৎস ও ইসলামী জীবন বিধানের অন্যতম মূলভিত্তি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ইসলামী শরীয়ায় কোরআন ও সুন্নাহ এ দুটি মূলনীতি পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত।
এ দুটির একটিকে বাদ দিয়ে শরীয়তের কথা চিন্তা করা নিতান্তই অমূলক। কুরআনের যে কোন বিধানের উপর আমল করতে হলে হাদিসের আবশ্যকীয়তা মোটেও উপেক্ষিত হবার নয় বলে মন্তব্য করে তিনি আরও বলেন- একটি দুষ্টচক্র হাদীস অস্বীকার করে মুসলিম কমিউনিটিতে অবাঞ্ছিত ফেতনা-ফাসাদ জিইয়ে রেখেছে।
হাদীসের শ্বাশত আদর্শ থেকে মুসলমানদের বিচ্যুত করতে বহুমাত্রিক ফন্দি-ফিকির অব্যাহত রেখেছে। একদিকে একটি মহল নিজেদের আহলুল কোরআন দাবি করে কোরআনকে যথেষ্ট মনে করে হাদিসকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আবার কেউ নিজেদের আহলে হাদিস দাবি করে ইসলামে বিভাজন সৃষ্টির ঘৃন্য পাঁয়তারা অব্যাহত রেখেছে।
এদের এ কনসেপ্টকে তিনি বাতুলতা বলে অভিহিত করেন। কেননা কুরআন-সুন্নাহর সমন্বিত রূপই হচ্ছে ইসলাম। আল্লামা এনামুল হক সিকদার বলেছেন- ইসলামী শরীয়তের মূলনীতি হলো কুরআন ও সুন্নাহ। হাদীস একদিকে যেমন কুরআনুল করিমের নির্ভুল ব্যাখ্যা দান করে। অপরদিকে কার্যকরভাবে উপস্থাপন করে কুরআনের ধারক-বাহক নবী(দঃ) এর পবিত্র জীবনচরিত, কর্মনীতি, আদর্শ ও হিদায়াতের বিস্তারিত বিবরণ।
উপরন্তু জ্ঞান-বিজ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা-তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অঙ্গ-প্রত্যঙ্গকে সতেজ ও সক্রিয় রাখে। আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন- ইসলামী জীবন বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান।
কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য রাসুল (স.) যে পন্থা অবলম্বন করেছেন, তা হচ্ছে হাদীস। বহুমূখী সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় অদ্য ৬ নভেম্বর ‘২১ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে অনুষ্ঠিত ৯ম পবিত্র দরসুল হাদিস মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতী। প্রধান দরসকারী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর ভাইস চেয়ারম্যান প্রতিথযশা আলেমেদ্বীন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, শাহজাদা ছৈয়দ এরশাদুল্লাহ সোলায়মান ঈসাপুরী আলমাইজভাণ্ডারী, আলহাজ্ব মোহাম্মদ রফিক কোম্পানি, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, আলহাজ্ব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, প্রবীন আলেমেদ্বীন মাওলানা হাফেজ নুরুল আমিন, অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান।
স্বাগত বক্তব্য রাখেন- মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা স ম হামেদ হোসাইন। আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ ও মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিষয়ভিত্তিক দরস পেশ করেন-শায়খুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার, মাওলানা নিজাম উদ্দীন নোমানী, মাওলানা মহিউদ্দিন তাহেরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এম এ সবুর, অধ্যক্ষ আল্লামা জাকের হোসাইন সিদ্দিকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, এস এম আব্দুল করিম তারেক, মাওলানা ইলিয়াছ সিকদার, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ, অধ্যাপক মোখতার আহমদ, মাওলানা স ম শহিদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, এস এম সিরাজুম মুনির মানিক, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, সাংবাদিক রেজা মুজাম্মেল ও মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রমূখ। পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।।