চট্টগ্রামঃ
নগরীর বাকলিয়া থানায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে প্রায় ২৮ হাজার ৭শ’ ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭।
গত শনিবার (৩০ অক্টোবর) ভোরে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আটক মো. রায়হান শেখ প্রকাশ ইলিয়াছ(২৫), গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চল্লাদি এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, আজ শনিবার ভোর সোয়া ৩টার দিকে বাকলিয়া এলাকায় কক্সবাজার- চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ২৮ হাজার ৭শত ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি জানান, কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল তারা।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৭ লক্ষ টাকা। প্রাইভেট কারটি জব্দ করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।