১৩৩ কোটি টাকা আত্মসাৎ মামলা
চট্টগ্রামের সময় ডেস্কঃ
উত্তরা ব্যাংকের ১৩৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার ৭৫১ টাকা আত্মসাতের মামলায় মেসার্স গোল্ডেন শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন, সোলাইমান চৌধুরী, আমির আকবর চৌধুরী, মীর কাশেম চৌধুরী, সেলিম রাজা চৌধুরী, করিম আওরান চৌধুরী, সুলতানা বেগম, ফেরদৌস বেগম, রোকসানা বেগম, হাসিনা বেগম, রাজিয়া বেগম, মমতাজ বেগম ও আব্দুল মতিন চৌধুরী।
গত বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চেয়ে আদালতের কাছে একটি আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ।আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ১৩৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার ৭৫১ টাকা আত্মসাতের অভিযোগে গোল্ডেন শীপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রতিষ্ঠানটির ১২ মালিকের বিরুদ্ধে ২০০৩ সালে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ২০১২ সালেরর ২৭ মার্চ এ মামলায় ব্যাংকের পক্ষে রায় ঘোষণা করে আদালত। রায়ে ৬০ দিনের মধ্যে ব্যাংককে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১২ সালের ৬ নভেম্বর উক্ত টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।