বিনোদন ডেস্কঃ
নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির জাদুতে চলচ্চিত্রপ্রেমীদের মন কেড়েছেন পরীমনি। দর্শকদের বিনোদিত করার প্রত্যয়ে একের পর এক সিনেমায় অভিনয় করছেন হালের এই ক্রেজ।
গতকাল ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। পিরোজপুরে তার জন্ম। পরীমনির বাবা মনিরুল ইসলাম আগেই তার নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পর দেখতে পরীর মতো হওয়ায় তার নানা ‘পরী’ ডাকতে শুরু করেন। পরে পরী’র সঙ্গে মনি যুক্ত করে সবাই আদর করে তাকে পরীমনি নামে ডাকতে থাকেন।
বিশেষ দিনটির প্রথম প্রহরেই নানা আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করেন পরীমনি। ২৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়ে কেক কাটেন পরীমনি।
এসময় পরীমনিকে পরম মমতায় কপালে চুম্বন করে আর্শীবাদ করেন শামসুল হক গাজী।
গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। তার আগে বিকেলে রাজধানীর কয়েকটি এতিম খানায় সময় কাটাবেন বলে জানিয়েছেন এই নায়িকা।
গতকাল রাত ৮টা থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে শুরু হওয়া আয়োজনের জন্য লাল ও সাদা রঙের ড্রেস কোড দিয়েছেন অতিথিদের জন্য।