চট্টগ্রামঃ
চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত সিসিএল-নাইট রাইডার দাবা টুর্নামেন্ট গত ২৩ অক্টোবর শনিবার থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে চিটাগাং ক্লাব লাইব্রেরীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদী সম্পাদক এবং চিটাগাং ক্লাব লিঃ’র সাবেক চেয়ারম্যান এম এ মালেক।
দাবা টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, উপমহাদেশে আজ থেকে ১৩শ বছর পূর্বে দাবা খেলার প্রচলন হয়েছে। সেই ঐতিহ্যবাহী দাবা নিয়ে চিটাগাং ক্লাবে দাবা বিভাগ চালু হলো।
এতে করে চিটাগাং ক্লাবও আজ ইতিহাসের অংশীদার হলো। তিনি এজন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন আগামীতে এই চিটাগাং ক্লাব থেকেই দাবার গ্র্যান্ড মাস্টার সৃষ্টি হবে। পরে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং সাবেক চেয়ারম্যান ডা. ওমর ফারুক ইউসুফের মধ্যে এক সৌজন্য ম্যাচের মাধ্যমে দাবা কর্ণার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ এবং প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক নাইট রাইডার মোটরস এর পরিচালক আহসানুল কবির খান, সিজেকেএস দাবা কমিটির চীফ আরবিটর ইঞ্জিনিয়ার এস এম তারেক, ডেপুটি আরবিটর রফিকুল ইসলাম সাচ্চু, সিজেকেএস দাবা কমিটি মেম্বার সৈয়দ আব্দুল আহাদ, মহসিন জামাল পাপ্পু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব দাবা বিভাগের মেম্বার ইনচার্জ মাহবুবুল কবির খান (শন্তনু)। এছাড়া বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব জেনারেল কমিটির পক্ষে জাবেদ হাসেম (নান্নু) এবং লাইব্রেরী বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আহসানুল হক (শামীম)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার ইমতিয়াজ হাবীব (রনি), রুমানা হায়াত, আলী আহসান (সেলিম), আজিজুল হাকীম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি) সহ বহু সিনিয়র ও ক্রীড়ামোদি ক্লাব মেম্বার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব মেম্বার ক্যাপ্টেন সৈয়দ ইউসুফ আলী। টুর্নামেন্টে মোট ৩৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।