বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে দুই সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার দক্ষিণ জলদী দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যারা আহত হয়েছেন তারা হলেন, গন্ডামারা বড়ঘোনা এলাকার আবু বক্করের পুত্র শাহাদাত হোসেন (২৪), নুরুল ইসলামের মেয়ে শাহিনা আক্তার (২৭), কক্সবাজার জেলার মহেশখালীর আসাদ আলীর ছেলে মিনহাজ উদ্দীন (২৪), মিলন সুশীলের ছেলে জনি সুশীল (৩২), দলিলুর রহমানের ছেলে মো. কাদের (২৪)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে গুনাগরি অভিমুখী সিএনজি ট্যাক্সির সাথে পেকুয়া অভিমুখী সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কলি আক্তার বলেন, দুই সিএনজি ট্যাক্সির দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত শাহিনা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।