চট্টগ্রামের সময় অনলাইন ডেস্কঃ
ধর্মীয় ভাব গাম্ভীর্য্য ও যথাযথ মর্যাদায় চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। গত বুধবার ভোরে বিহারে বিহারে মঙ্গলসূত্র পাঠের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস উদযাপন।
বাঁশখালী প্রতিনিধি জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাঁশখালীর ৯টি বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূজা, সীবলী পূজা, পঞ্চশীল অষ্টশীল গ্রহণ, আলোকসজ্জা, আকাশ প্রদীপ উত্তোলন, সমবেত প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি বিকেলে আলোচনা সভা ও আকাশ প্রদীপ উত্তোলন করা হয়।
শীলকুপ জ্ঞানোদয় বিহারে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
এসময় আলোচনায় অংশ নেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, প্রবীণ শিক্ষক (অব.) বগলা ভুষণ বড়ুয়া, সুব্রত বিকাশ বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, বৌদ্ধরা শান্তিপ্রিয় জাতি। তিনি দ্বিধাহীনভাবে সকলকে নিজ ধর্মীয় রীতিনীতি পালনের আহ্বান জানান। পরে তিনি প্রতিটি বিহার প্রধানের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
লামা : লামা প্রতিনিধি জানান, লামায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা বা ওয়াগ্যোয়েই পোয়েঃ। এ উপলক্ষে পাহাড়ী পল্লীগুলো সেজেছিলো বর্ণিল সাজে।
উত্তোলিত ফানুসের রঙিন আভায় লাল হয়ে উঠে লামার রাতের আকাশ। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে প্রত্যন্ত এলাকাগুলোতে ছিল সাজ সাজ রব। বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানিয়েছেন, মূলত এ উৎসব ছিল বৌদ্ধ ভিক্ষুদের বিনয়ধর্ম এবং আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির অনুষ্ঠান।
এ বিষয়ে লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ওয়াহ উদযাপন কমিটির সভাপতি চাহ্লাছিং মার্মা জানান, প্রতি বছরের মত এবারও আমরা ওয়াগ্যোই পোয়ে বা প্রবারণা পূর্ণিমার আয়োজন করেছি। প্রতিবছর ৩ দিন বা ৪ দিন অনুষ্ঠান করলেও এবার কোভিড সময়ে আমরা ২ দিন ব্যাপী অনুষ্ঠান পালন করেছি।
প্রথম দিন ফানুস উড়ানো, রাতে পিঠা তৈরি এবং শেষ দিন রথ টেনে মন্দির প্রদক্ষিণ শেষে নদীতে বির্সজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শেষ হয়েছে।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুধবার রাতে উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহারে নান্দনিক ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিহারাধক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। এই সময় উপজেলার আওতাধীন বিভিন্ন বৌদ্ধ বিহার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ বিহারে সরকার প্রদত্ত অনুদান গ্রহণ করেন।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যদায় প্রবারণা পূর্ণিমা পালন করেছে। গত বুধবার রাতে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ পশ্চিম গহিরা বিহারে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ নেতাদের সঙ্গে নিয়ে আকাশে ফানুস উড়ানোর মাধ্যমে প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্বোধন করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা আবু সালেকসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। এসময় পৌর মেয়র বলেন, রাউজানে সকল ধর্ম-বর্ণের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সাংসদ ফজলে করিম চৌধুরী রাজনীতিতে আসার পর থেকে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম-কর্ম করছে।
পাহাড়িকা আবাসিক প্রবারণা উদযাপন পরিষদ : বুধবার রাত ৮টায় পাহাড়িকা আবাসিক প্রবারণা উদযাপন পরিষদ ও বিহার নির্মাণ কমিটি প্রবারণা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ডা. হিমাদ্রি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সীজার বড়ুয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সংঘরাজ ভিক্ষু সমিতির দপ্তর সম্পাদক ভদন্ত করুনানন্দ থের।
বিশেষ অতিথি ছিলেন ডা. সন্তোষ কুমার বড়ুয়া, মো. ইসকান্দর মিয়া, মোজাফফর হোসেন। বক্তব্য রাখেন জাগরণ বড়ুয়া, প্রকৌশলী পমপম বড়ুয়া, রিগান বড়ুয়া, রুপক বড়ুয়া, রিটন বড়ুয়া, প্রণব বড়ুয়া, নিরু বড়ুয়া। অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত করুনানন্দ থের মহোদয়