স্পোর্টস ডেস্কঃ
স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সফলতম বোলারের কীর্তি গড়েছিলেন সাকিব। এবার আরেকটি রেকর্ড গড়লেন। ২০ ওভারের বিশ্বকাপে যৌথভাবে এখন সর্বোচ্চ উইকেট তার।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে গতকাল বৃহস্পতিবার ৯ রানে ৪ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। বসেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির পাশে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই জনেরই এখন উইকেট ৩৯টি করে। এখন পর্যন্ত এই সংস্করণের বৈশ্বিক আসরের সবগুলোতে খেলা সাকিব রেকর্ডটি স্পর্শ করলেন ২৭ ইনিংসে।
আফ্রিদি রেকর্ডটি গড়েছিলেন ৩৪ ইনিংসে। আসরের প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে আগের সর্বোচ্চ উইকেটশিকারী লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে যান সাকিব। পরের ম্যাচে নেন তিন উইকেট।
ধারাবাহিকতায় এবার নিলেন চারটি। গড়লেন আরেকটি রেকর্ড। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন সাকিবের উইকেট ১১১টি।