চট্টগ্রামঃ
দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ.) আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) গতকাল শনিবার দেশে এসে পৌঁছেছেন।
সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামস্থ হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ চট্টগ্রামে এসে পৌঁছালে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্টের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের প্রমুখ কর্মকর্তা তাঁকে স্বাগত জানান।
পরে বিমানবন্দরে ১ ঘণ্টা অবস্থান করে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
ঢাকায় জশনে জুলুস আজ
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাজিআ) আজ ঢাকায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর (দ.) জশ্নে জুলুসে নেতৃত্ব দিবেন।
সকাল ১০টায় জুলুসটি ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, আসাদ গেইট, মিরপুর রোড, সোবহান বাগ, কলাবাগান, সাইন্স ল্যাবরেটরি হয়ে ঝিগাতলা, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে বেলা ১২টায় জমায়েত হবে।
পরে মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দোয়া অনুষ্ঠিত হবে। জশ্নে জুলুস ও মাহফিলে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন সকলকে আহবান জানিয়েছেন।