চট্টগ্রামের সময় ডেস্কঃ
মন্ত্রী আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অতীতে যারা পদ্মাসেতু নিয়ে নানা ধরণের গুজব রটিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই একই মহল এই ঘটনা ঘটিয়েছে।
যারা এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানভাবে গুজব রটনা করেছে এবং করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন করুন, জনগণ ও সরকার আপনাদের পাশে আছে।