উখিয়া প্রতিনিধিঃ
১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার সলিমসহ ১৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত যৌথ ব্লক অভিযানে এসব সন্ত্রাসীদের আটক করেছে কক্সবাজার জেলা ও এপিবিএন পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আরসা ক্যাম্প কমান্ডার সলিমসহ ৮ সন্ত্রাসীকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে দা, হাসুয়া, শাবল, সিমকার্ড, মোবাইল ফোন ও নোট বুক উদ্ধার করা হয়।
আটককৃতরা হল, ১৫ নম্বর জামতলী ক্যাম্পের আরসা কমান্ডার ইয়াহিয়া প্রকাশ মাস্টার সলিম (৩০), ১৩ নম্বর ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লাহ (২০), মৃত আব্দুল গফফারের ছেলে মো. আরিফ উল্লাহ (২৩), আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), ১৪ নম্বর ক্যাম্পের মৃত কাশিমের ছেলে রফিক (২১), ১৫ নম্বর ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. রফিক (২৫), একই ক্যাম্পের মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২২) এবং ১৯ নম্বর ক্যাম্পের মৃত শফিকের ছেলে আব্দুল আমিন (২৮)। এদিকে মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকে পরিচালিত অভিযানে ১/ইস্ট ক্যাম্পের আহম্মদ হোসেনের ছেলে নুর হোসেন (২৭), নুর আলমের ছেলে মো. ফারুক (৩৫), আব্দুস শুক্কুরের ছেলে নুর হোসেন (৪০), মো. কামাল হোসেন (৩০), আব্দুল গণির ছেলে জিয়াউর রহমান (৩১) ও ক্যাম্প-৪ (এঙটেনশন) আমিন উল্লাহর ছেলে অপহরণ মামলার আসামি আয়াতুল্লাহকে (২৮) গ্রেপ্তার করা হয়।
১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের অস্ত্র ও মাদকসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।