কক্সবাজার প্রতিনিধিঃ
ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামীকাল রবিবার মধ্যরাতে। ফলে আজ শনিবার থেকেই মাছ ধরা বন্ধ করে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরেছে। বাকি ট্রলারগুলো কাল সকালের মধ্যেই ফিরবে বলে আশা করছে জেলা ফিশিং বোট মালিক সমিতি।
জেলা ফিশিং বোট মালিক সমিতি সূত্র জানায়, কক্সবাজারে মাছ ধরার ছোট বড় ৭ সহস্রাধিক যান্ত্রিক বোট রয়েছে। এসব বোটে নিয়োজিত আছেন প্রায় ১ লাখ জেলে শ্রমিক কিন্তু ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে রবিবার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বিধায় ইতোমধ্যে গভীর সাগরে মাছ ধরা বন্ধ হয়ে গেছে।
এখন সাগর থেকে ঘাটে ফিরছেন জেলেরা। ইতোমধ্যে আশি শতাংশ ট্রলারই ঘাটে ফিরেছে বলে জানান জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ।
তিনি জানান, গভীর সাগরে গতকাল শুক্রবার রাত থেকেই মাছ ধরা বন্ধ হয়ে গেছে। ফলে আজ শনিবার রাত ৯টা পর্যন্ত প্রায় ৮০ ভাগ ট্রলার ঘাটে ফিরেছে। বাকি ট্রলারগুলো কাল রবিবার সকালের মধ্যে ঘাটে ফিরবে বলে আশা করা হচ্ছে।
তবে শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কাল রবিবার কক্সবাজারের বাইরে কোনো মাছ সরবরাহ করা হবে না বলে জানান ফিশারীঘাটস্থ মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী।
তিনি বলেন, “ইলিশ ধরা, পরিবহন ও বিপণনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা কাল রবিবার মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে বলে একদিন আগেই কক্সবাজার থেকে মাছ সরবরাহ বন্ধ হয়ে যায়। আবার নিষেধাজ্ঞা অতিবাহিত হওয়ার পর মাছ ধরে ট্রলারগুলো ঘাটে ফিরলেই মাছ সরবরাহ শুরু হবে।
ফলে আগামী প্রায় এক মাসের জন্য খা খা প্রান্তরে পরিণত হবে সাগরপাড়ের এ শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রটি।”
তবে কাল রবিবার যেসব বোট মাছ নিয়ে ঘাটে ফিরবে সেই মাছগুলো স্থানীয় বাজারেই বিক্রি হবে বলে জানান তিনি।
জেলেরা জানান, সাগরে মাছধরা বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কক্সবাজার শহরতলীর দরিয়ানগর ঘাটের ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে মাত্র ২ জন জেলে। নৌকাগুলোর মধ্যে ইলিশ জালের বোটগুলো গভীর বঙ্গোপসাগরে এবং বিহিন্দি জালের বোটগুলো উপকূলের কাছাকাছি মাছ ধরে।
ইলিশ জালের বোটগুলো পক্ষকালের রসদ নিয়ে এবং বিহিন্দি জালের বোটগুলো মাত্র একদিনের রসদ নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বিহিন্দি জালের বোটগুলো সাগর উপকূলে ছোট প্রজাতির মাছ ধরে যাকে স্থানীয় ভাষায় ‘পাঁচকাড়া’ (পাঁচ প্রকারের) মাছ বলা হয়।
নিষেধাজ্ঞার কারণে ইলিশ জালের বোটগুলো মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরতে শুরু করলেও বিহিন্দি জালের বোটগুলো কাল বিকাল পর্যন্ত সাগরে মাছ ধরবে বলে জানান তারা।
এদিকে, ইলিশের ডিম ছাড়ার সময় নির্বিঘ্ন করতে কাল রবিবার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হলেও এখন সাগরে ডিমওয়ালা কোনো ইলিশ নেই বলে দাবি করেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।