চট্টগ্রামঃ
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল থেকে চট্টগ্রামে আওয়ামীলীগ ও তাদের অঙ্গ-সংগঠনসহ নানা পেশাজীবী-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে।
এছাড়া কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে এসব সংগঠন ও ধর্মীয় সংগঠন গুলো।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তস্নাত বাংলায় স্বজন হারানোর শোক বুকে চেপে আন্দোলন-সংগ্রামে গণতন্ত্রের পথযাত্রায় শেখ হাসিনা আজ বিশ্বনেতা। আমাদের প্রধানমন্ত্রী এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্র-মানবতা ও উন্নয়নের নেত্রী। তার নেতৃত্বেই সব সূচকেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।
তিনি রাজনীতির পথচলায় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ : আওয়ামীলীগ সভাপতি-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ গতকাল সকালে টিআইসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছি তাদের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা দেয়া এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ রাখা।
আলোচন সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, শিল্প ও বাণিজ্য সম্পাদক, মাহবুবুল হক মিয়া, নির্বাহী সদস্য এম এ জাফর, থানা আওয়ামী লীগের এ এস এম ইসলাম, মো: মঈনুদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের মো: গিয়াস উদ্দিন, মো: জানে আলম, মিথুন বড়ুয়া প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামীলীগ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দিয়েছে।
শেখ হাসিনার সাহস ও দৃঢ়তায় সাংবিধানিক ধারা অক্ষুন্ন রয়েছে। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের আশীর্বাদ হয়ে রাজনীতিতে এসেছেন।
সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি এস এম আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : গতকাল সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, শেখ হাসিনা নেতৃত্ব গ্রহণ করেছেন বলেই জনক হারা বাঙালি কিছুটা কলংকমুক্ত হতে পেরেছে। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান।
যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি এড, ফখরুদ্দিন চৌধুরী,মোঃ আবুল কালাম আজাদ,এটিএম পেয়ারুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ,শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার মো হারুন,শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক মো নুর খান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদজ আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আসম ইয়াছিন মাহমুদ প্রমুখ।