চট্টগ্রামঃ
সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় গতকাল সকালে পণ্যবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে রাত ৮টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের একটি লাইন।
এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার সকালে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসছিল একটি খালি কন্টেইনারবাহী ট্রেন।
চট্টগ্রাম বন্দর অভিমুখে যাওয়ার পথে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কন্টেইনারসহ ফৌজদারহাট এলাকায় বিকট শব্দে লাইনচ্যুত হয়ে ট্রেনটির দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীর পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্নেহাশীষ জানান, আমাদের ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ নেই। সব ট্রেনই ঠিকমতো ছেড়ে গেছে এবং ঠিকমতো ফিরে এসেছে। রাত ৮টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয় বলে জানান তিনি।
এর আগে ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটের পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় পিডিবির একটি শাটল ট্রেন লাইনচ্যুত হয়েছিল।