চট্টগ্রামের সময় ডেস্কঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অদম্য গতিতে এগিয়ে নিয়ে চলেছেন।
তিনি আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত ‘শুভ জন্মদিন আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশেরই নেত্রী নন, সারা বিশ্বের এক অনবদ্য নেত্রী।