চট্টগ্রামঃ
ডা. মো. ইলিয়াস চৌধুরীকে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এর আগে তিনি সচিবালয়ের সিভিল সার্জন ছিলেন। বর্তমান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিকে পদোন্নতি দেয়া হয়েছে।
গত সোমবার ২৭ সেপ্টেম্বর সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেন।
এদিকে বর্তমান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি পদোন্নতি দিয়ে উপ পরিচালক পদে ( চলতি দায়িত্বে) পদোন্নতি দিয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
বর্তমান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রামে কোভিট পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন পাশাপাশি ২৫০ আসনের চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব ও পালন করেছেন।