চট্টগ্রামের সময় ডেস্কঃ
রাজধানীর গুলশান থানাধীন এলাকায় ৩টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৪ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ১১.৩০ হতে দুপুর ২.০০ টা পর্যন্ত র্যাব-৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক নাহিন আল আলম উপস্থিত ছিলেন।
অভিযানে জান্নাত ফার্মা এর ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন রিজবু (৩৬)কে নগদ ২,০০,০০০ টাকা ,ইউনাইটেড ফার্মা, ব্রাঞ্চ-১ এর ম্যানেজার মোঃ শাহাদাত আলম (৩১)কে নগদ ১,৫০,০০০ টাকা এবং ইউনাইটেড ফার্মা, ব্রাঞ্চ-২ এর ম্যানেজার মোঃ আব্দুল হামিদ (২৮) কক্সবাজারকে নগদ ৫০,০০০টাকা অর্থদন্ড আদায় করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান,র্যাব-৪ এর একটি আভিযানিক দল র্যাব-৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজধানীর গুলশান থানাধীন গুলশান-২ এলাকায় অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অপরাধে নিমেড়বাক্ত ৩ টি ফার্মেসির ম্যানেজারকে অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, এছাড়াও ৩ টি ফার্মেসী হতে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।