চট্টগ্রামঃ
নগরীর রেয়াজউদ্দিন বাজারের তিনপোল এলাকার জলযোগ রেস্তোরাঁ ও ঘোষ সুইটসকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আদালত জলযোগ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিক-এর জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি ও বিক্রির অপরাধে জলযোগ ও ঘোষ সুইটসকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক অভিযানে নগরীর মোমিন রোডে ফুটপাত ও সড়কের উপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিক-এর কর্মকর্তা, কর্মচারীরা অভিযানে অংশ নেন।