চট্টগ্রামঃ
র্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা হতে চোরাইকৃত ১১,৩১০ লিটার ডিজেল উদ্ধারসহ ১ জন চোরাকারবারী আটক।
গত বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দিবাগতরাত ১ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামী মোঃ তারেক (১৯) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন দক্ষিণ পতেঙ্গা এলাকার মোঃ নুরের ছেলে।
র্যাব-৭, এর পতেঙ্গা বিশেষ ক্যাম্প কমান্ডার এএসপি সোহেল মাহমুদ জানান,কতিপয় চোরাকারবারী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইকৃত ডিজেল মজুদ করছে। এমন তথ্যের অভিযান চালানো হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে এক জনকে আটক করে। পরে তার বসত ঘর তল্লাশি করে ১৪৩ টি জারিক্যান ও ২৫ টি ড্রাম হতে চোরাইকৃত সর্বমোট ১১,৩১০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে ডিজেল মজুদ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক মূল্য ০৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।