চট্টগ্রামের সময় ডেস্কঃ
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আনুমানিক ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৭।
আজ শুক্রুবার ১৭ সেপ্টেম্বর সকাল ৮ঃ৫০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামীরা হলেন,কক্সবাজার জেলার সদর থানাধীন কোনার পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মোঃ মনু মিয়া (২৩) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নিলা বাজার (পূর্বপানখালী) এলাকার মুনছুর আলমের স্ত্রী মোছাঃ কমলা বেগম (২৯)।
র্যাব-৭,এর সহকারী পরিচালক চাঁদগাও (সিপিসি-৩)স্কোয়ারড কমান্ডার এএসপি রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দুই জনকে আটক করে। পরে তাদের সাথে থাকা ২ টি ব্যাগের ভিতর থেকে ২১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রমসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।