চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে। সে সাথে ইয়াবা বহনকারী ১টি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯৪৪১) জব্দ করে পুলিশ।
গতকাল ৯ সেপ্টেম্বর সকালে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের
সামনে চেকপোস্ট বসায়।
এসময় চট্টগ্রাম অভিমুখী মিনি ট্রাকে অভিযান চালিয়ে গাড়ির চাকার সাথে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ও মিনি ট্রাক, (ঢাকা মেট্রো-ড-১১-৯৪৪১) আটক করে।
ইয়াবা বহনকারী কক্সবাজার চকরিয়ার পাইশ্যাখালীর মো. করিমের ছেলে মো. রিদুয়ান (২০), চিরিংগার মো. কামাল হোসেনের ছেলে মো. নুরুল আজিম (৩১), লোহাগাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মো. রুবেল (২৯)কে আটক করে। পুলিশ তাদের ব্যবহৃত মিনি ট্রাক
ও ইয়াবা জব্দনামা মূলে জব্দ করেন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার।