চট্টগ্রামের সময় ডেস্কঃ
সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার সাথে তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর কাজ করছে। গণযোগাযোগ অধিদপ্তর এ মন্ত্রণালয়ের অন্যতম দপ্তর হিসেবে প্রান্তিক পর্যায়ের মানুষকে বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত সচেতন করছে।
এরই অংশ হিসেবে আজ সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মুজিব চত্বরে ‘‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’’ শীর্ষক আউটরিচ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের উন্নয়নমূলক প্রচার কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক জনসাধারণ প্রচার কার্যক্রমে প্রদর্শিত সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে পদ্মা সেতু, মেট্রোরেল, মিরসরাই ইকোনোমিক জোন, কর্ণফুলি টানেলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ৮ টি উপজেলার ২১০টি স্থানে ভ্রাম্যমান ভ্যানে এলইডি স্ক্রীনে এই উন্নয়মূলক প্রদর্শনী করা হবে।