চট্টগ্রামঃ
নগরীর ফ্লাইওভারকেন্দ্রিক ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গত শনিবার (২৮ আগস্ট) এ তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।
গ্রেফতারকৃতরা হলো মো. হৃদয় হোসেন(১৯), শহিদুল ইসলাম মনা(২২), চাঁন মিয়া(২১), মো. হাসান(১৯), মো. আরিফ(১৯), আনিচ(১৯) ও মো. মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০)।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ওয়াসার জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ পাশের মাঠ সংলগ্ন পরিত্যক্ত পাকা ঘর থেকে ৬ জনকে আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ (এলজি) ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে গোপন তথ্যের ভিত্তিতে দামপাড়া মসজিদ গলি থেকে মো. মহসিন উদ্দিন প্রকাশ টুকু নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা বহদ্দারহাট হতে লালখানবাজার ফ্লাইওভারের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করত।
তাদের বিরুদ্ধে থানায় ২টি মামলা করা হয়েছে। গ্রেফতার কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।