প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে কয়েক মাস ধরে আন্দোলন করছেন চট্টগ্রামের সাধারণ মানুষ।
কিন্তু চট্টগ্রামের সরকার দলীয় সংসদ সদস্য ও যারা মন্ত্রী পরিষদে আছে, তাদের ভূমিকা এখনো স্পষ্ট হয়নি। দুই মাস অতিবাহিত হলেও সরকারদলের এসব নেতার প্রশ্নবিদ্ধ ভূমিকা এটাই প্রমাণ করে তারা নৈতিকভাবে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছে।
যারা সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষ অবলম্বন করবে তাদের চট্টগ্রাম ও প্রকৃতির শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। সিআরবি রক্ষায় বীর চট্টলার সকল জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে হাসপাতাল নির্মাণ ঠেকানোর ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকালে পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সিআরবির সাত রাস্তার মোড়ে চট্টগ্রাম মহানগর জাসাসের প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে অবাধ ও নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। ইতিমধ্যে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম, বিপ্লব উদ্যান, পাঁচলাইশ জাতিসংঘ পার্ক উন্নয়নের নামে শেষ করে দিয়েছে।
এবার এলিভেটেট এঙপ্রেসওয়ের নামে টাইগার পাসের সৌন্দর্য এবং হাসপাতালের নাম দিয়ে সিআরবি ধ্বংস করার পাঁয়তারা করছে।
চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও বিভিন্ন নেতৃবৃন্দ।