রাঙামাটি প্রতিনিধিঃ
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে ভিডিও টেলি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (২৫ আগস্ট) সকাল ১০টায়।
বৈঠকে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল সাহীদুর রহমান ওসমানী এবং ভারতের বিএসএফ-এর পক্ষে বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি রাজেশ কুমার উপস্থিত ছিলেন।
সীমান্ত সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, অবৈধ সীমান্ত অনুপ্রবেশ প্রতিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়।
এছাড়াও সীমান্তে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করে।
এছাড়া বাংলাদেশের পক্ষে বিজিবি রাঙামাটি সেক্টরের এবং বিএসএফ আইজল সেক্টরের পরিচালকগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সমন্বয় সভাটি বিকাল সাড়ে ৩টায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।