চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এবং মেয়াদবিহীন বেকারীপণ্য উৎপাদন করায় ২টি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ ব্যক্তির বিরুদ্ধে ২টি মামলা রুজু পূর্বক ৭ শত টাকা জরিমানা করা হয়।
কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে