চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)’র মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউএনডিপি যে সহায়তা করে যাচ্ছে তা সত্যিকার অর্থে অভিনন্দন যোগ্য। কেননা প্রান্তিক জনগোষ্ঠিকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।
নগরীর স্বল্প আয়ের জনগোষ্ঠীর আবাসন পরিকল্পনা নিয়ে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে তা সার্বিকভাবে সফল করতে চসিক প্রস্তুত বলে জানান তিনি। মেয়র এসময় ইউএনডিপির পরিকল্পনায় ৭০০জন কিশোরীকে শিক্ষা খাতে অনুদান দেয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেদিক লক্ষ্য রাখার আহŸান জানান ।
আজ মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে ইউএনডিপি আয়োজিত সিটি প্রজেক্ট বোর্ডের সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ইউএনডিপির টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো.নজরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ স্থপতি আব্দুল্লাহ আল ওমর প্রমুখ।
মেয়র বলেন, শহরে বসবাসরত বৃহৎ দরিদ্র জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য স্থানীয় সরকার বিভাগ শহরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউএনডিপির সহযোগীতায় প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য শহরের দারিদ্র বিমোচনের মাধ্যমে সুষম ও টেকসই প্রবৃদ্ধি অর্জন। সরকার পর্যায়ক্রমে সারাদেশে ৪০ লাখ লোকের জীবনমান ও জীবনযাত্রার উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাবার প্রদান অব্যাহত থাকবে বলে তিনি এসময় উল্লেখ করেন।
ঐতিহ্য রক্ষা পরিষদের স্মারকলিপি প্রদান
চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদের পক্ষ থেকে লালখান বাজার হতে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প থেকে ঐতিহাসিক ও নান্দনিক সৌন্দর্য্যরে টাইগারপাস বাদ দেওয়ার দাবি সংবলিত একটি স্মারকলিপি আজ মেয়রের নিকট প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন পরিষদের চেয়ারম্যান ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
স্মারকলিপি গ্রহণকালে মেয়র বলেন, মেগা প্রকল্প বাস্তবায়রে ক্ষেত্রে যে সমস্যা ও প্রশ্নগুলো দেখা দিয়েছে তা কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং বাস্তবতা বিবেচনায় যে সিদ্ধান্তটি গ্রহণযোগ্য তা-ই আমলে নেবেন প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে টাইগারপাসের নান্দনিক সৌন্দর্য রক্ষায় চসিকের দায় যেটুকু আছে তা প্রয়োগ ও গ্রহণে কোন ব্যাত্যয় ঘটবে না।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব জসিম চৌধুরী সবুজ, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী সুভাষ বড়–য়া, সম্বনয়কারী মুজিবুল হক শুক্কর, সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।