কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ সোমবার থেকে শুরু হচ্ছে।
সোম,মঙ্গল ও বুধ (২৩-২৫ আগস্ট) একটানা তিনদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
এর আগে গত ২৬, ২৭ ও ২৮ জুলাই তিনদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হলেও লকডাউনে তা আটকে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা পিপি অ্যাড. ফরিদুল আলম বলেন, বিধিনিষেধের কারণে হাইকোর্টের নির্দেশে সারাদেশের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় পূর্বনির্ধারিত ধার্য তারিখে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করা যায়নি। তাই আজ থেকে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে।
পিপি ফরিদুল আলম বলেন, এই মামলায় চার্জশিটভুক্ত ৮৩ জন সাক্ষী আছেন। এরমধ্য ১৫ জনকে সাক্ষ্য দেয়ার জন্য আদালতে হাজির হতে নোটিশ দেয়া হয়েছে। যারা হাজির হবেন তাদের সাক্ষ্য রেকর্ড করা হবে। নির্ধারিত সময়ে সাক্ষ্য গ্রহণ শেষ করা না গেলে আবার সাক্ষীর জন্য সময় দেবেন আদালত।
গত ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বাদী-বিবাদীর উপস্থিতিতে শুনানি শেষে মামলাটির চার্জ গঠন করেন।