আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারকে বেদনাদায়ক, বিপজ্জনক ও অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তালেবানের হাতে কাবুলের পতনের পর দেওয়া প্রথম বিবৃতিতে তিনি এসব বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘অনন্ত যুদ্ধের অবসান’-এর মতো একটি ‘অহেতুক স্লোগানকে’ মাথায় রেখে, বলেছেন ব্লেয়ার। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার পর মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যের সেনারাও আফগানিস্তানে অভিযানে নামে, সেসময় ব্লেয়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
এখন মার্কিন নেতৃত্বাধীন জোটের আফগানিস্তান ছেড়ে আসা বিভিন্ন জিহাদি গোষ্ঠীকে ‘উল্লসিত’ করবে বলেও ধারণা লেবার পার্টির সাবেক এ নেতার। যাদের প্রতি আমাদের দায় আছে, তাদের সরিয়ে নেওয়া ও আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য। যে আফগানরা আমাদের সহায়তা করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, এবং যাদের আমাদের প্রতি দাবি আছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, নিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছেন ব্লেয়ার।
যাদের আফগানিস্তান থেকে সরানো দরকার, তাদের না সরানো পর্যন্ত আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব, বলেছেন তিনি।