বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি উছাহ্লা মার্মা পিন্টুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তিনি একটি স্কুলের দপ্তরি।
তার পিতার নাম ক্যাসিং মারমা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়া এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উছাহ্লা মারমা মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সোনাইছড়ির দক্ষিণের পয়েন্ট হয়ে প্রতিনিয়ত ইয়াবার চালান আসছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি বাড়িয়েছেন।
তারই ধারাবাহিকতায় এই অভিযান। নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, উছাহ্লা মারমা পিন্টু ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
জেলা কমিটির নির্দেশনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর উপজেলা যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উছাহ্লাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি পুলিশের একটি দল এ অভিযান চালায়।