চট্টগ্রামের সময় ডেস্কঃ
মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বনানী থানার এ মামলায় পরীমনিকে গতকাল শনিবার আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা এদিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।
আবেদনে তিনি বলেন, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণও পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাইয়ের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
তবে পরীমনির জামিনের জন্য নতুন কোনো আবেদন ছিল না। তাকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে শুনানি করা হয়, সেই আবেদন করেন তার আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, পরীমনি অসুস্থ রয়েছে।
তার সাথে দেখা করতে দেওয়া হয় না। কোনো আইনজীবীর সাথে তাকে কথা বলতে দেওয়া হয় না। আমরা মামলার বিষয়ে আসামির সাথে আলোচনা করতে চাই।
এদিকে জামিন আবেদন না করায় আদালতেই তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও কামরুজ্জামান চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেছেন, আপনারা জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি।
আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব। আপনারা বুঝতেছেন, আমার কী কষ্ট হচ্ছে? আপনাদের নিজেদের মধ্যে কী হয়েছে? কেন জামিন চাচ্ছেন না?
পরীমনির এমন প্রশ্নের বিষয়ে তার প্রধান আইনজীবী মজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি জামিন চাইনি কিছু টেকনিক্যাল কারণে। কেন জামিন চাইনি সেটা সবাই জানে, সবাই বুঝতে পারে।
শনিবার বেলা ১১ টা ৪৭ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানায় আনে সিআইডি। আর শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে করে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে দেখা যায়।