আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সরকার জানিয়েছে, এক বেসামরিক গাড়িবহরে জঙ্গি হামলায় ৪৭ জন নিহত হয়েছেন।
গত বুধবার দেশটির উত্তরাঞ্চলে গোরগাদজি ও আরবিন্দা শহরের মধ্যবর্তী সড়কে মিলিটারি পুলিশের পাহারায় থাকা গাড়িবহরটিতে হামলার ঘটনাটি ঘটে।
নিহতদের স্মরণে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ওই ঘটনায় ৩০ বেসামরিক, ১৪ মিলিটারি পুলিশ ও তিন সরকারপন্থি মিলিশিয়া নিহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৫৮ জঙ্গিও নিহত হয়েছেন বলে এতে জানানো হয়েছে। আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা নিয়মিতভাবে বুরকিনা ফাসো ও প্রতিবেশী মালি ও নাইজারে হামলা চালিয়ে থাকে।
চলতি বছর তাদের হামলায় এসব দেশে ইতোমধ্যে কয়েকশ বেসামরিকের মৃত্যু হয়েছে।