চট্টগ্রামের সময় নিউজঃ
পাহাড় কাটার দায়ে নগরীর বাকলিয়ার সিরাজুল মামুন নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ পরিবেশগত ক্ষতিপূরণের (জরিমানা) আদেশ দেন কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাহাড় কাটার অভিযোগে বায়েজিদ থানাধীন চৌধুরী নগর এলাকায় গত ১৪ আগস্ট অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
এসময় বাকলিয়া সৈয়দ শাহ রোডের মৃত ডা. সিরাজুল ইসলামের ছেলে সিরাজুল মামুনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এরপর পাহাড় কাটায় জড়িত থাকার বিষয়ে সিরাজুল মামুনকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার শুনানি শেষে এক হাজার বর্গফুট পরিমাণ পাহাড় কাটার দায়ে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী বলেন, নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় অসংখ্য পাহাড় রয়েছে। গত দুই সপ্তাহ ধরে বেশ কয়েকজনকে পাহাড় কাটার অভিযোগে জরিমানা করা হয়েছে।