প্রেস বিজ্ঞপ্তিঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় জেমস্ ফিনলের পরিচালক, রয়েল ক্যাপিটেলের চেয়ারম্যান ও আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম ফাইন্যান্স উপদেষ্টা আহমেদ কামরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিভিন্ন মাদ্রসায় অধ্যয়নরত ২৭৯ জন হিফয শিক্ষার্থীকে পবিত্র কুরআন বিতরণ গতকাল সোমবার অধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন।
বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট চট্টগ্রামের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য দেন, ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসাইন।
এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস হাফেয মুহাম্মদ আশরাফুজ্জমান আলক্বাদেরী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসাইন, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আযহারী, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমূখ।
শেষে মহান মুনাজাত করেন অধ্যক্ষ মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।