বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে সাড়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।
আটকৃতরা হলো- মো. সৈয়দ উল্লাহ (৫০), ছৈয়দ আলম (৪০), মো. আবুল কাশেম (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী এলাকায় অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের পর ৪৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হয়েছে।