চট্টগ্রামঃ
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম।
আজ চট্টগ্রাম হালিশহরস্থ বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তরে এ উপলক্ষে স্থানীয় ১৫০টি গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আলু এবং ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।
বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর এবং বিজিবি ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, অন্যান্য কর্মসূচির পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি দক্ষিণ পূর্ব রিজিয়নের অধীনস্থ সকল সেক্টর এবং ব্যাটালিয়নসমূহ নিজ নিজ এলাকাতে পরিচালনা করছে।