বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চাম্বল এবং বৈলছড়ি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ টি ওয়ানশুটারগান, ২ টি থ্রী কোয়ার্টারগান এবং ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত শনিবার ১৪ আগস্ট বিকালে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ১০ নং চাম্বল এবং বৈলছড়ি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামীরা হলেন, মোঃ মহিউদ্দিন (৪৬) চট্টগ্রাম জেলার বাশঁখালী থানাধীন মধ্য সরল (পেয়াজ্জান বিবির বাড়ী) এলাকার মৃত হাজী আলী আহাম্মদের ছেলে এবং মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়া (৫৫) চট্টগ্রাম জেলার বাশঁখালী থানাধীন মধ্য সরল (ডেবা পাড়া) এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।
অপর আসামী হল, মোঃ শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রাম জেলার বাশঁখালী থানাধীন পূর্ব চাম্বল, খলিফা পাড়া (দেলোয়ারের বাড়ী) এলাকার মৃত এস এম দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৭, এর সহকারী পরিচালক,পতেঙ্গা বিশেষ ক্যাম্প কমান্ডার এএসপি সোহেল মাহমুদ জানান,গোপন সংবাদের মাধ্যমে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বৈলছড়ি এলাকায় অভিযান চালানো হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র্যাব সদস্যরা দুই জনকে আটক করে। পরে আসামীদের লুঙ্গির কোচ থেকে ১ টি থ্রী কোয়ার্টারগান উদ্ধার করা হয়। আসামী মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়ার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় ১ টি মামলা রয়েছে।
এএসপি সোহেল মাহমুদ জানান, অপর একটি গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ১০নং চাম্বল ইউপিস্থ খলিফা পাড়া,মশা মার্কেটের রাস্তার পূর্ব পাশে মায়ের দোয়া ফার্মেসীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান কালে এক জনকে আটক করে।
পরে আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে উক্ত ফার্মেসীর ভিতরে হার্ডবোর্ডের তৈরি সিলিং এর উপরে কাপড়ে মোড়ানো টি ওয়ানশুটারগান, ১ টি থ্রী কোয়ার্টারগান এবং ৫ গুলি উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় ১ টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।