কর্ণফুলী প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৬,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত শুক্রুবার ১৩ আগস্ট বিকাল ৪ঃ৫০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিঃ সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামীরা হলেন, মোঃ সিজ্জিল মিয়া (৩৩) গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানাধিন নারায়নপুর এলাকার মৃত জয়নাল হকের ছেলে এবং মোছাঃ শম্পা আক্তার শারমিন (২৮) বগুড়া জেলার কাহালু থানাধীন কল্যাণপুর এলাকার মৃত আবু সাঈদের মেয়ে।
র্যাব-৭, এর চাঁদগাও( সিপিসি-৩) স্কয়ারড কমান্ডার এএসপি রকিবুল হাসান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক চরপাথরঘাটাস্থ কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এসময় বাস থেকে নেমে দুইজন জন যাত্রী সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তাদের সাথে থাকা শপিং ব্যাগ এবং দেহ তল্লাশি করে ৬,৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৩৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কর্ণফুলী থানায় হস্থান্তর করা হয়েছে।