বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল এলাকার লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির ওজন আনুমানিক ৯ কেজি।
আজ রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা বন বিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
জানা যায়, পূর্ব বৈলছড়ি অভ্যারখীল সাদেক আলীর বাড়ির আঙ্গিনায় স্তূপ করে রাখা ইটের ফাঁকে জালে আটকে থাকা অবস্থায় সকাল এগারোটার দিকে সাপটি দেখতে পায় স্থানীয় লোকজন।
স্থানীয়রা সাপটিকে প্রথমে মেরে ফেলার প্রস্তুতি নিলেও পরে সচেতন লোকজনের হস্তক্ষেপে বন বিভাগকে খবর দেয়া হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন সাপটিকে উদ্ধার করে।
জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত আনিসুজ্জামান শেখ বলেন, “বৈলছড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে বিকেলে ইকোপার্কে অবমুক্ত করা হবে।”
জলদী অভয়ারণ্য রেঞ্জের বন্যপ্রাণী রক্ষক নেজামুল ইসলাম নেজাম বলেন, “এই সাপটিকে সোনালী অজগর বলা হয়। খাবারের অভাবে সাপটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা অজগর সাপটি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।”