স্বাস্থ্য ডেস্কঃ
করোনা চিকিৎসার ব্যয় কমাতে সরকারের উচিত বেসরকারি হাসপাতালের ব্যয় নির্ধারণ করে দেয়া। সেটি করা সম্ভব হলে বেসরকারি এসব হাসপাতাল একটি নিয়মের মধ্যে আসতে পারে।
এছাড়া করোনার ওষুধগুলো ফার্মেসিতে না দিয়ে আলাদা করে শুধু হাসপাতালে সরবরাহের ব্যবস্থাটা সরকার করতে পারে। যাতে বেসরকারি হাসপাতালগুলো সরাসরি কোম্পানির কাছ থেকে এসব ওষুধ সংগ্রহ করবে।
এতে ওষুধের দাম কিছুটা হলেও কমবে। আর সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ- ইনজেকশন যা লাগে, সবই বিনামূল্যে দিতে হবে।
এখন বিনামূল্যে ওষুধ দেয়ার কথা বললেও প্রকৃতপক্ষে সবই পাওয়া যায় না। বেশির ভাগই বাইরের দোকান থেকে কিনে নিতে হয়। যার কারণে গরীব পরিবারগুলো ওষুধ-ইনজেকশন কিনতে গিয়েই আর্থিক ভাবে হিমশিম অবস্থায় পড়ছে।
সার্বিক ভাবে বলতে গেলে দেশে এখন ‘গরীবের জন্য চিকিৎসা নেই’ হয়ে গেছে। এ ধারণার পরিবর্তন আনা জরুরি।