চট্টগ্রামের সময় নিউজ ডেস্কঃ
সামপ্রতিক সময়ের আলোচিত নাম চিত্রনায়িকা পরীমনি ও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলাসহ বেশ কয়েকজনের কয়েকটি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল শুক্রবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিডিনিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘পরীমনি, পিয়াসা, মরিয়ম মৌ এবং রাজের বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনে করা মামলাগুলো তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।’
আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে ২৯ জুলাই তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়।
পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়।
এরপর বুধবার র্যাব পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়। গতকাল শুক্রবার সকালে বনানী থানা পুলিশ জানিয়েছিল, পরীমনি ও রাজের বিরুদ্ধে করা মামলা গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পেয়েছে।
তবে রাতে সিআইডি কর্মকর্তা আজাদ জানান, তারা কয়েকটি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন। তবে মোট কয়টি মামলার তদন্তভার পেয়েছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
পরীমনির বিষয়ে যা বললেন জায়েদ খান : অপর এক সংবাদ সংস্থার খবরে বলা হয়, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির সামপ্রতিক কর্মকাণ্ডে শিল্পী সমিতি তার পাশে থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, শিল্পী সমিতি শিল্পীদের ভালো কাজে পাশে থাকবে, খারাপ কাজে নয়।
আমি জায়েদ খানও যদি খারাপ কিছু করি তাহলে আমার দায়ভার কেন শিল্পী সমিতি নেবে? গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নায়ক জায়েদ খান বলেন, শিল্পীদের কেউ যদি অপকর্মে জড়িত হয়ে যায় তাহলে এর দায় ওই শিল্পীর নিজের। মানুষ আমাকে খারাপ করার জন্য চেষ্টা করবেই কিন্তু দিন শেষে আমি অভিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে দর্শক হৃদয় জয় করব। কোনো শিল্পী যদি আর্থিক লোভে জড়িত হয়ে যায় তার দায়ভার নিজের, শিল্পী সমিতির নয়।
তিনি বলেন, শিল্পী বলতে বোঝায় সমাজের বিবেক, শিল্পীরা থাকবে লুকায়িত, শিল্পীকে দেখে মানুষ আইডল মনে করবে। যার ছবি মানিব্যাগে থাকবে, যার ছবি বাসায় থাকবে। এমন দু-একজন শিল্পীর জন্য যদি আমাদের সমস্ত শিল্পীদের সম্মানহানি হয়, সুনাম নষ্ট হয়-তা আমরা শিল্পী সমাজ কখনওই মেনে নেবো না।
আমরা শনিবার (আজ)বিকেল ৩টায় কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছি। সিনিয়র যারা শিল্পী তাদের সঙ্গেও কথা বলেছি এবং উপদেষ্টা কমিটি মিলিয়ে মিটিংটি অনুষ্ঠিত হবে। মিটিং শেষে বিকেল ৪টার সময় আমাদের অবস্থান কিংবা সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়ে দেব।
‘পরীমনির অবৈধ কাজে জড়িতদের নাম পেয়েছি’ : পরীমনির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ।
গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
হারুন-অর-রশিদ বলেন, পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতো, সেগুলো কাদেরকে নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে।
প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট্ট একটা চাকরি করতো।
বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করতো। উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। সবাইকেই আইনের আওতায় আনা হবে।